শুক্রবার ১৮ জুলাই, ২০২৫

শাড়ি-স্কিন ব্রাইট ক্রিমসহ ৬ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

Rising Cumilla -Indian smuggled goods worth Tk 6 crore, including sarees and skin brightening cream, seized
ছবি: সংগৃহীত

সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৪৮ ব্যাটালিয়ন। শুক্রবার ভোরে বিজিবির এই সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলার বিওপির টহল দল এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

শুক্রবার দুপুরে ৪৮ বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক মোহাম্মদ নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত চোরাচালানকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।

অধিনায়ক মোহাম্মদ নাজমুল হক বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।” তিনি আরও বলেন যে, আটককৃত চোরাচালানী পণ্যগুলো বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, “রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ভারত থেকে আসা চোরাচালান জব্দ করতে বিজিবি সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে।” একইসাথে, চোরাচালানে জড়িত ব্যক্তিদের ধরতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত আছে বলেও ৪৮ বিজিবি অধিনায়ক দাবি করেন।

আরও পড়ুন