জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

শপথ নিলেন বরিশাল, খুলনা ও গাজীপুরের ৩ মেয়র

3 mayors of Barisal, Khulna and Gazipur took oath
শপথ নিলেন বরিশাল, খুলনা ও গাজীপুরের ৩ মেয়র। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন খুলনা, গাজীপুর ও বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়র। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান হয়।

নবনির্বাচিত তিন মেয়র হলেন- বরিশালের আবুল খায়ের আবদুল্লাহ, খুলনার তালুকদার আব্দুল খালেক ও গাজীপুরের জায়েদা খাতুন।

পরে একই স্থানে তিন সিটি কর্পোরেশনের সাধারণ ও সংরক্ষিত নারী ওয়ার্ডের ১৭৭ জন কাউন্সিলরও শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।

স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

এদিকে গত ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ২৩৮,৯৩৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ৮৭,৮০৭ ভোট পেয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। একই তারিখে অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী প্রার্থী তালুকদার আব্দুল খালেক ১,৫৪,৮২৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।