মে ১৮, ২০২৫

রবিবার ১৮ মে, ২০২৫

লাগেনি ঘুষ, কুমিল্লায় মাত্র ১২০ টাকায় কনস্টেবল পদে চাকরি পেলেন ৭৫ জন

No bribe was required, 75 people got jobs as constables in Comilla for just 120 taka
ছবি: সংগৃহীত

কুমিল্লায় কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়াই, কেবল মেধার ভিত্তিতে মাত্র ১২০ টাকার বিনিময়ে কনস্টেবল পদে চাকরির সুযোগ পেয়েছেন ৭৫ জন প্রার্থী। এদের মধ্যে ৭০ জন পুরুষ এবং ৫ জন নারী।

গতকাল বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আর আই এ বি এম আব্দুল হালিম মিলনায়তনে এই ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান।

ফলাফল ঘোষণাকালে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান দৃঢ় কণ্ঠে বলেন, ‘সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।’

এ সময় অনুষ্ঠানে নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন ও লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল কুমিল্লায় কনস্টেবল নিয়োগের এই প্রক্রিয়া শুরু হয়। এতে মোট এক হাজার ৩৫১ জন প্রার্থী আবেদন করেছিলেন। কঠোর শারীরিক পরীক্ষা শেষে ৬৯০ জন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ২৩৯ জন। সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষা শেষে মোট ৭৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয় এবং ১৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

আরও পড়ুন