
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। প্রথমবারের মতো লটারির মাধ্যমে এসব পদায়ন সম্পন্ন হয়।
এরই অংশ হিসেবে কুমিল্লা জেলায় বড় পরিসরে থানা পর্যায়ে রদবদল করা হয়েছে। জেলার মোট ১৮টি থানার সবকটিতেই নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। তবে পদায়ন তালিকায় এসব কর্মকর্তার নামের পাশে ‘প্রস্তাবিত’ উল্লেখ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকায় ‘প্রস্তাবিত’ শব্দটি অন্তর্ভুক্ত রয়েছে। ৫২৭ থানার মধ্যে মেট্রোপলিটনের কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি।
পদায়নের মধ্যে ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ৪ থানায় ৩৬ ওসিকে পদায়ন করা হয়েছে।
এছাড়া বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ ওসিকে পদায়ন করা হয়েছে, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানার ওসিকে পদায়ন করা হয়েছে এবং রংপুর রেঞ্জের ৮ জেলার ৬২ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।
জানা যায়, সদ্য বদলি হওয়া কর্মকর্তারা খুব শিগগিরই নিজ নিজ থানায় যোগদান করবেন। নতুন ওসিদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে থানাগুলোতে সেবার মান বৃদ্ধি, অপরাধ দমন, পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা এবং জনবান্ধব ব্যবস্থা আরও উন্নত হবে বলে স্থানীয়দের ধারণা।
কুমিল্লার ১৮ থানায় যেসব কর্মকর্তা নতুনভাবে দায়িত্ব পাচ্ছেন—
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানায় সাব্বির মোহাম্মদ সেলিম তপন,লালমাই থানায় মো: নুরুজ্জামান, চৌদ্দগ্রাম থানায় আবু মাহমুদ কাওসার হোসেন, নাঙ্গলকোট থানায় আরিফুর রহমান,দাউদকান্দি থানায় এম আব্দুল হালিম, চান্দিনা থানায় আতিকুর রহমান,বুড়িচং থানায় মুহাম্মদ লুৎফুর রহমান,দেবিদ্বার থানায় গোলাম সারওয়ার, কুমিল্লা কোতয়ালী মডেল থানায় তৌহিদুল আনোয়ার, সদর দক্ষিন থানায় মোহাম্মদ সিরাজুল মোস্তফা, তিতাস থানায় মুহাম্মদ আরিফ হোসাইন, বরুড়া থানায় মুহাম্মদ আজহারুল ইসলাম,লাকসাম থানায় মাকসুদ আহাম্মদ।
এছাড়া মনোহরগঞ্জ থানায় শাহীনূর ইসলাম, মেঘনা থানায় শহীদুল ইসলাম, হোমনা থানায় মোরশেদুল আলম চৌধুরী, মুরাদনগর থানায় মো: হাসান জামিল খান, বাঙ্গরাবাজার থানায় মোঃ আবদুল কাদের।
উল্লেখ্য, এর আগে গত বুধবার (২৬ নভেম্বর) লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদায়ন সম্পন্ন করা হয়।
পদায়ন করা ওসিদের তালিকা দেখতে ক্লিক করুন










