জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরার হয়ে খেলবেন তাসকিন!

Taskin will play for Dambulla Aurora in the Lankan Premier League!
লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরার হয়ে খেলবেন তাসকিন!। ছবি: সংগৃহীত

তাসকিন আহমেদ রয়েছেন দুর্দান্ত ফর্মে। জিম্বাবুয়ের লিগ জিম আফ্রো টি–টেন দিয়েই ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ার শুরু করেছেন এই পেস তারকা। উড়তে থাকা তাসকিন আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব পেলেন।

শ্রীলঙ্কার ঘরোয়া প্রতিযোগিতা লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন। বিষয়টি সোমবার (২৪ জুলাই) তাসকিন নিজেই নিশ্চিত করেছেন।

আগামী ৩০ জুলাই শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই। তবে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।

এদিকে চলতি বছরে ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়েও খেলার সুযোগ ছিল তাসকিনের। কিন্তু জাতীয় দলের ব্যস্ততায় তা হয়নি। গত বছর পিএসএল ও আইপিএল খেলারও প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু একই কারণে মুলতান সুলতানের হয়ে পিএসএল খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

তবে তাসকিনকে লঙ্কান লিগে খেলতে দেয়া হবে কি না, এখনো সে সিদ্ধান্তের বিষয়।