সোমবার ২৭ অক্টোবর, ২০২৫

লক্ষ্মীপুরে চাচী খুন, ভাতিজা আটক

রাইজিং ডেস্ক

Rising Cumilla - Lakshmipur District Map
লক্ষ্মীপুর জেলা/গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে ভাতিজা ইমন হোসেনের বিরুদ্ধে তার চাচী রাশেদা বেগমকে (৬০) বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে পৌরশহরের লাহারকান্দি এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত ভাতিজা ইমন হোসেনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত রাশেদা বেগম বাড়িতে একাই বসবাস করতেন। বৃহস্পতিবার ভোরে তিনি নামাজ পড়ার জন্য উঠে দরজা খোলার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ইমন হোসেন তার ওপর অতর্কিত হামলা চালায়। এরপর রাশেদার ঘরের দরজা আটকে দিয়ে ইমন তাকে বটি দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে।

রাশেদা বেগমের চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। প্রতিবেশীদের উপস্থিতি টের পেয়ে ইমন ঘরের ভেতরেই লুকিয়ে থাকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অভিযুক্ত ইমন হোসেনকে আটক করে।

হত্যাকাণ্ডের পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত রাশেদা বেগমের স্বজনরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রাশেদা বেগমের সঙ্গে ইমন হোসেনের স্ত্রীর বিভিন্ন বিষয়ে মতবিরোধ ও পারিবারিক দ্বন্দ্ব চলছিল। প্রাথমিক ধারণা, এই দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

আরও পড়ুন