বুধবার ৫ নভেম্বর, ২০২৫

রোহিতের পর বিরাট কোহলিকে ছাড়িয়ে গেলেন বাবর আজম

রাইজিং স্পোর্টস

Rising Cumilla -After Rohit, Babar Azam surpasses Virat Kohli
রোহিতের পর বিরাট কোহলিকে ছাড়িয়ে গেলেন বাবর আজম/ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৮ রানের এক ম্যাচজয়ী ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। এই দুর্দান্ত ইনিংসের মাধ্যমে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলার সংখ্যায় ভারতের ব্যাটিং সুপারস্টার বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন।

বাবর আজমের এই ইনিংসের সুবাদে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ বা তার বেশি রানের ইনিংসের সংখ্যা দাঁড়িয়েছে ৪০টিতে, যা বিরাট কোহলির গড়া ৩৯টি ইনিংসের রেকর্ডকে পেছনে ফেলেছে। এই তালিকার দিকে তাকালে দেখা যায়, তৃতীয় স্থানে রয়েছেন ভারতের রোহিত শর্মা (৩৭টি ৫০+ ইনিংস) এবং চতুর্থ স্থানে অবস্থান করছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান (৩১টি ৫০+ ইনিংস)।

গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তান ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটের সহজ জয় নিশ্চিত করে। ইনিংসের শুরুটা ভালো না হলেও, ওপেনার সাইম আইয়ুব শূন্য রানে আউট হওয়ার পর বাবর আজম এবং সাহিবজাদা ফারহান মিলে ৩৬ রানের এক গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের ইনিংসকে স্থিতিশীল করেন। ফারহান ব্যক্তিগত ১৮ বলে ১৯ রান করে আউট হন।

এরপর, বাবর আজম দলের জয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সালমান আঘার সঙ্গে মিলে ৭৬ রানের এক অসাধারণ জুটি গড়ে তোলেন, যা জয়ের ভিত্তি স্থাপন করে। বাবর এই ইনিংসে দলের সর্বোচ্চ ৬৮ রান করেন, অন্যদিকে আঘা ২৬ বলে ৩৩ রান যোগ করে তাঁকে যোগ্য সঙ্গ দেন। শেষদিকে ফাহিম আশরাফ ও উসমান খান দক্ষতার সাথে দলের জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন