জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

রাজমিস্ত্রি কাজে ভারতে গিয়েছিলেন, অবৈধভাবে বাংলাদেশে ফেরার পথে কুমিল্লার সীমান্তে গ্রেপ্তার

Rising Cumilla - Mason went to India to work, was arrested at the Comilla border on his way back to Bangladesh illegally
ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি।

গতকাল সোমবার রাতে উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি নাগরিক মো. আহাদ শেখকে (৪০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আহাদ শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রামদিয়া গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বলেন, ৭ অক্টোবর রাত সোয়া ৯টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ খারেরা বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৭১/এম হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়পুর বেলবাড়ি নামক স্থানে বাংলাদেশি নাগরিক মো. আহাদ শেখকে গ্রেপ্তার করে।

বিজিবির প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিগত ২ মাস পূর্বে কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে ভারতের আগরতলায় রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে অবৈধভাবে গমন করেছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তল্লাশি করে বাংলাদেশি নগদ ২২ হাজার টাকা ও ব্যক্তিগত ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এদিকে আটককৃত বাংলাদেশি নাগরিককে পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার বুড়িচং থানায় সোপর্দ করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এ বিষয়ে বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।