জানুয়ারি ১৩, ২০২৫

সোমবার ১৩ জানুয়ারি, ২০২৫

রমজানে স্কুল-কলেজ খোলা থাকবে ১৫ দিন, মাদ্রাসা পুরো মাস বন্ধ

Bangladeshi School And Madrasa Students
প্রতীকি ছবি/সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ ১৫ দিন এবং প্রাথমিক বিদ্যালয় ১০ দিন খোলা থাকবে। তবে, সরকারি ও বেসরকারি সব ধরনের মাদ্রাসা পুরো রমজান মাস বন্ধ থাকবে।

গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের উপসচিব হাসিনা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২০২৪ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।

মন্ত্রণালয় প্রজ্ঞাপন বাস্তবায়নের তাগিদ দিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সরকারী পরিচালক মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন টি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রমজানে সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি ও বেসরকারি কলেজগুলোতেও শ্রেণি কার্যক্রম সচল রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ । তবে পুরো রমজান ছুটি পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ৭ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত টানা ৩০ দিন মাদ্রাসা বন্ধ থাকবে। সে অনুযায়ী পুরো রমজান মাস ছুটি পাচ্ছেন তারা।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় জানায়, রমজানের প্রথম ১৫ দিন মাধ্যমিক স্কুল-কলেজ এবং প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে।