জুলাই ৪, ২০২৫

শুক্রবার ৪ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ৭৮ জনকে ‘পুশব্যাক’

border
ছবি: সংগৃহীত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে বৃহস্পতিবার ভোরে আরও ৭৮ জনকে বাংলাদেশে “পুশইন” করা হয়েছে। বড়লেখা, শ্রীমঙ্গল এবং কুলাউড়া সীমান্ত ব্যবহার করে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। এর মাধ্যমে মৌলভীবাজার জেলায় বিএসএফ কর্তৃক পুশইনের সংখ্যা প্রায় ৫০০-তে পৌঁছাল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জন, শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান সীমান্ত দিয়ে ২৩ জন এবং কুলাউড়া উপজেলার মুড়ইছরা সীমান্ত দিয়ে ৫ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

বড়লেখা সীমান্তের দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্মকর্তা সূত্রে জানা গেছে, পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী পাল্লাথল পুঞ্জি এলাকায় ৪৮ জন বাংলাদেশি নাগরিককে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে পাহাড়ী এলাকায় ঘোরাঘুরি করার সময় বিজিবির টহল দল আটক করে। আটককৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৮ জন শিশু রয়েছে।

বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে ভারতীয় বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটককৃতরা যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন