ফেব্রুয়ারি ৫, ২০২৫

বুধবার ৫ ফেব্রুয়ারি, ২০২৫

‘মোবাইল চার্জ’ দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত

Rising Cumilla - Mobile charge
প্রতীকি ছবি/সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে ‘দোকানে মোবাইল চার্জ দেওয়া’ নিয়ে ৩টি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে অর্ধশত আহত হয়েছেন।

গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার সদর পয়েন্টে এই সংঘর্ষ হয়।

আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টায় কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার এলাকায় মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে উপজেলার কাঁঠালবাড়ি, বর্নি ও কোম্পানীগঞ্জ এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, ‘সন্ধ্যা ৬টার দিকে মোবাইল চার্জ দেওয়া নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এ নিয়ে তিনটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা সংঘর্ষ থামাতে কাজ করছি। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। রাত পৌনে ১০টায় সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।’