মে ৭, ২০২৫

বুধবার ৭ মে, ২০২৫

মে মাসেই মিলছে আরও তিন দিনের ছুটি

vacation

সরকারি চাকরিজীবীদের জন্য মে মাসটা যেন ছুটির মাস! মে মাসের শুরুতেই টানা তিন দিনের ছুটির পর, মাসের মাঝামাঝি সময়ে আবারও আসছে তিন দিনের ছুটি। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১১ মে, রবিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

এই ছুটির আগে শুক্র ও শনিবার (৯ ও ১০ মে) যথারীতি সাপ্তাহিক ছুটি থাকায়, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা টানা তিন দিনের ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

এর আগে, গত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সরকারি ছুটি ছিল এবং তার পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অনেকেই টানা তিন দিনের ছুটি কাটিয়েছেন।

সরকারি ছুটির বিধিমালা অনুযায়ী, এই তিন দিনের ছুটির মধ্যে নৈমিত্তিক ছুটি নেওয়ার সুযোগ না থাকলেও, কেউ চাইলে অর্জিত ছুটি নিতে পারবেন এবং সেক্ষেত্রে ছুটি আরও দীর্ঘ হতে পারে। পাশাপাশি, ঐচ্ছিক ছুটি গ্রহণের সুযোগও বহাল থাকছে।

তবে, জনপ্রশাসন মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে, নিজস্ব সময়সূচি ও ছুটির নীতিমালা অনুযায়ী পরিচালিত অফিস (যেমন বাংলাদেশ ব্যাংক) এবং অত্যাবশ্যকীয় জরুরি সেবার সঙ্গে জড়িত সরকারি প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন