বাংলাদেশ-ভারতের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ চলছে মিরপুরে। সিরিজ জয়ের লক্ষ্যে আগে ব্যাট করতে নেমে ইতিহাস গড়ল বাংলাদেশের ওপেনার ফারজানা হক পিংকি। তিনিই বাংলাদেশের মেয়েদের ওয়ানডে ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান।
আজ শনিবার (২২ জুলাই) সকালে মিরপুরে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি।
আগে ব্যাট করতে নেমে শুরুটা কিছুটা ধীরগতির হলেও, উইকেট না হারানোটা ছিল বাংলাদেশের জন্য বেশ ইতিবাচক। ভারতের শক্তিশালী বোলারদের বিপক্ষে ফারজানা ১৫৬ বলে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। তার অনবদ্য সেঞ্চুরি এবং শামীমার ফিফটিতে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশ ৪ উইকেটে ২২৩ রান সংগ্রহ করেছে।
যা ওয়ানডেতে বাংলাদেশ নারী দেলর দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ফারজানা শেষ পর্যন্ত থেমেছেন ১০৭ রানে। ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ১৬০ বলে তিনি ৬টি চারের বাউন্ডারি তিনি।
এরআগে ওয়ানডেতে বাংলাদেশ পুরুষ দলের হয়ে প্রথম এমন কীর্তি গড়েছিলেন মেহরাব হোসেন অপি। আর নারীদের হয়ে এবার সে ইতিহাস নিজের করলেন ফারজানা।