দীপিকা পাড়ুকোন বলিউড ভক্তদের মনে ভেসে ওঠে একগাল স্নিগ্ধ হাসি ও আত্মবিশ্বাসে ভরপুর একজন সুন্দরী নারীর কথা। তিনি সবসময় গ্ল্যামার লুকের জন্য আলোচনার শীর্ষে থাকেন। এইবার তার নো-মেকআপ লুকের জন্য আলোচনায় রয়েছেন দীপিকা পাড়ুকোন।
বলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম হচ্ছেন দীপিকা পাড়ুকোন। এই অভিনেত্রীর পোশাক, চুলের স্টাইল সকল কিছুই সকলের কাছে কৌতূহলের বিষয়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি সেলফি পোস্ট করেন দীপিকা।
ছবিটিতে তাকে নো-মেকআপ লুকে দেখা যায়। সাদামাটা ছবিটি মূহুর্তের মধ্যে নেটদুনিয়া ছড়িয়ে পড়ে। এবং ভক্তদের মতে নো-মেকআপ লুকে দীপিকাকে বেশি সুন্দর লাগে।
দীপিকা বর্তমানে ‘ফাইটার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এছাড়াও নাগ অশ্বিনের সিনেমা ‘প্রজেক্ট কে’তে প্রভাস এবং অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে দীপিকাকে।