জুলাই ৭, ২০২৫

সোমবার ৭ জুলাই, ২০২৫

মুরাদনগরে মোবাইল কোর্টে এক লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

মুরাদনগরে মোবাইল কোর্টে এক লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড
মুরাদনগরে মোবাইল কোর্টে এক লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড/ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামে আজ ৫ জুলাই ২০২৫, শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দেখা যায়, স্থানীয় বাদল ফুড অ্যান্ড বেভারেজ নামে একটি প্রতিষ্ঠান বিএসটিআই’র অনুমোদন ছাড়াই শিশুদের জন্য তৈরি ফ্লেভার জেলি ও আইস ললি প্রস্তুত ও বাজারজাত করে আসছিল।

অভিযানে প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি, আনুমানিক চার লক্ষ টাকার নিষিদ্ধ খাদ্যদ্রব্য জব্দ করে তা ধ্বংস করা হয়।

প্রতিষ্ঠানটি অননুমোদিত রং ও রাসায়নিক ব্যবহার করে শিশুদের জন্য আকর্ষণীয় জেলি ও আইস ললি তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছিল।

এসব অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের আশপাশের দোকানগুলোতে শিশুদের কাছে বিক্রি হচ্ছিল, যা তাদের জন্য স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর।

এই অভিযানে বিএসটিআই কুমিল্লা অঞ্চলের প্রতিনিধিরা ও মুরাদনগর থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন