
কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে দেবিদ্বার উপজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
কুমিল্লা জেলা যুব ইউনিয়নের সহ-সভাপতি বিল্লাল হোসেনের সঞ্চালনায় এবং দেবিদ্বার ভূমিহীন সংগঠনের সভাপতি বেগম রোকেয়ার সভাপতিত্বে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি পরেশ রঞ্জন কর, দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, নিজেরা করির বিভাগীয় সংগঠক গুলশান আরা, বীর মুক্তিযোদ্ধা পরিমল শীল, কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথ অপূর্ব, নিজেরা করির আঞ্চলিক সভাপতি মোখলেছুর রহমান, ভূমিহীন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক গফুর মিয়া, রসুলপুর ভূমিহীন আঞ্চলিক কমিটির সেক্রেটারি হান্নান মুন্সী, সাংগঠনিক সম্পাদক নীল মিয়া এবং সাংবাদিক রাজিব সরকার।
মানববন্ধনে দীপ্ত দেবনাথ বলেন, মুরাদনগরে নারী নিপীড়নের ঘটনায় জড়িতদের যথাযথ শাস্তি নিশ্চিত না হলে তারা আবারও রাজপথে নামতে বাধ্য হবেন। তিনি শুধু মুরাদনগরের ঘটনাই নয়, পটুয়াখালী, ভোলাসহ বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। দীপ্ত দেবনাথ প্রশ্ন তোলেন, ইন্টেরিমের ১০ মাসে প্রায় ৭২০টির মতো ধর্ষণ, গণধর্ষণ ও ধর্ষণ করে হত্যার ঘটনা ঘটলেও কয়টি ঘটনার বিচার হয়েছে? তিনি আক্ষেপ করে বলেন, “কিছুদিন পরপর কি আমরা শুধু এভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশই করব?”
ভোলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে রাতভর ধর্ষণের অভিযোগে শ্রমিক দল, যুবদল ও ছাত্রদল কর্মীদের বহিষ্কারের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি তাদের দলীয় ব্যাপার হলেও প্রশাসনের ভূমিকা ও পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন। দীপ্ত দেবনাথ দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতিকেই ধর্ষকদের দুঃসাহসের কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, “রাষ্ট্র ব্যবস্থাই ধর্ষক তৈরি করছে। সঠিক বিচার ব্যবস্থা চালু থাকলে হয়তো এমন হতো না, নারীদের নিরাপত্তা থাকতো।”
বক্তারা আরও বলেন, কোনো সরকারই নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ন্যূনতম প্রত্যাশা ছিল নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বক্তারা প্রশাসনকে অবিলম্বে মুরাদনগরসহ বিভিন্ন স্থানে নারী নিপীড়নের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।