জুলাই ৪, ২০২৫

শুক্রবার ৪ জুলাই, ২০২৫

মুরাদনগরের চাঞ্চল্যকর ঘটনায় নারীর ভিডিও ছড়িয়ে দেয়ায় ৪ জন রিমান্ডে

Rising Cumilla -4 remanded for spreading video of woman in Muradnagar sensational incident
ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় চাঞ্চল্যকর গৃহবধূকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন মামলায় চার চারজনের ৩ দিনের রিমান্ডে নিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১১ নম্বর আমলি আদালত শুনানি শেষে আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার মুরাদনগর থানা পুলিশ তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল। কুমিল্লা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মুরাদনগর উপজেলার বাহেরচর গ্রামের সুমন, রমজান, মো. আরিফ ও মো. অনিক।

উল্লেখ্য, গত ২৬ জুন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এসময় গ্রেপ্তারকৃত সুমন, রমজান, মো. আরিফ ও মো. অনিকসহ স্থানীয় কয়েকজন ওই ঘটনার ভিডিও ধারণ করে এবং ফজর আলী নামের এক যুবককে মারধর করে। গত শনিবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

পরে ভুক্তভোগী নারী এ ঘটনায় মামলা দায়ের করেন। পর্নোগ্রাফি আইনে ওই এলাকার চার যুবককে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ।
এদিকে, ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ পাহারায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন