বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ২০২৫

মিডিয়ায় বাবার মৃত্যুর খবরে ক্ষুব্ধ এশা দেওল

বিনোদন ডেস্ক

Rising Cumilla -Dharmendra, Hema Malini and Esha Deol
মিডিয়ায় বাবার মৃত্যুর খবরে ক্ষুব্ধ এশা দেওল/ছবি: সংগৃহীত

ভারতের কিছু গণমাধ্যমে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর পরিবার। খবরটিকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে কন্যা এশা দেওল জানিয়েছেন, তাঁর বাবা সুস্থ হয়ে উঠছেন এবং স্থিতিশীল আছেন।

শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এই সপ্তাহের শুরুতে বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মঙ্গলবার সকাল থেকেই ভারতের কয়েকটি প্রথম সারির গণমাধ্যম—যেমন ইন্ডিয়া টুডে, ইকোনমিক টাইমস, জি নিউজ, এবং টেলিগ্রাফে তাঁর মৃত্যুর খবর প্রকাশিত হয়। এমনকি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং চিত্রনাট্যকার জাবেদ আখতার-সহ আরও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়ে পোস্টও দেন। যদিও পরে রাজনাথ সিং তাঁর পোস্টটি মুছে ফেলেন।

গণমাধ্যমে বাবার মৃত্যুর এই ভুয়ো খবর প্রকাশিত হওয়ার পর তীব্র নিন্দা জানিয়েছেন ধর্মেন্দ্রের মেয়ে ও অভিনেত্রী এশা দেওল। মৃত্যুর সংবাদটি সত্য নয় উল্লেখ করে তিনি জানান, তাঁর বাবা সুস্থ হয়ে উঠছেন।

ইনস্টাগ্রামে এক পোস্টে মিডিয়ার এই ধরনের আচরণের তীব্র সমালোচনা করে এশা লেখেন, “মিডিয়াগুলো অতিরিক্ত প্রচারণা চালাচ্ছে। মিথ্যা খবর ছড়িয়ে দিচ্ছে। আমার বাবা স্থিতিশীল। সুস্থ হয়ে উঠছেন। আমরা সকলকে আমাদের পারিবারিক গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করছি। বাবার দ্রুত আরোগ্যের প্রার্থনার জন্য ধন্যবাদ।”

ধর্মেন্দ্রের সহধর্মিণী ও প্রখ্যাত অভিনেত্রী হেমা মালিনীও এই মিথ্যা সংবাদে ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি লেখেন:

“যা ঘটছে তা ক্ষমাহীন! দায়িত্বশীল গণমাধ্যমগুলো কীভাবে একজন ব্যক্তি যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন তার সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে? এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবার ও তাদের গোপনীয়তার প্রয়োজনীয়তার প্রতি যথাযথ সম্মান জানান।”

ছয় দশকেরও বেশি সময় ধরে ২৪৭টি সিনেমায় অভিনয় করা এই প্রবীণ অভিনেতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাতে তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সালমান খান, শাহরুখ খান, তাঁর ছেলে আরিয়ান খান, গোবিন্দ এবং আমিশা প্যাটেল। হাসপাতালে ভর্তির পর থেকেই হেমা মালিনী, ছেলে সানি দেওল-সহ ধর্মেন্দ্রের পুরো পরিবার সেখানে উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন