
মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানী চক্রবর্তীকে সকলে চিনেন। যদিও মিঠুনের সঙ্গে রক্তের সম্পর্ক নেই তার। তিনি মিঠুনের দত্তক কন্যা। তবুও মিঠুনের অতি প্রিয় তিনি।অনেক ভালোবাসেন।এবার মেয়েকে নিয়ে কথা বলতে গিয়েই ঝরঝর করে কেঁদে ফেললেন মিঠুন।
রিয়ালিটি শো ডান্স বাংলা ড্যান্সে বিচারকের ভূমিকায় রয়েছেন তিনি। শো’র অন্যতম বিচারক শ্রাবন্তী চট্টোপাধ্যায় মিঠুনকে প্রশ্ন করেন, এমজি তোমার সঙ্গে তোমার মেয়ের কেমন সম্পর্ক?
মেয়েকে বিয়ে দেওয়া ও বিদায়ের কথা মনে করে তিনি কাঁদতে লাগলেন আর বলেন, যেদিন তার বিয়ে হবে… সেদিন আমি আর আমার স্ত্রী দু-জনেই মারা যাব।
এরপরেই চোখ দিয়ে জল পড়ছে তার। শ্রাবন্তীর ও কান্না করছে। ভিডিওটি প্রকাশ পেতেই চোখে জল ভক্তদেরও। কমেন্ট বক্সে তারা লিখেছেন, যত বড়ই সুপারস্টার হন না কেন, দিন শেষে তিনিও তো একজন বাবা।
মিঠুন কন্যা দিশানী কিন্তু খুব সুন্দরী। ইনস্টাগ্রামেও রয়েছে প্রায় এক লাখ অনুরাগী। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন তিনি। তারও ইচ্ছা বাবা ও ভাইদের মতো অভিনয় জগৎ তে আসার।