শনিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মাহফুজ আলমকে ঘিরে ভাইরাল ‘ডিম ছোড়া’ ছবি এডিটেড

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে— দাবি করা হচ্ছে, যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর ডিম ছোড়া হয়েছে এবং সেই দৃশ্য ছবিতে ধরা পড়েছে।
ছবি: ফ্যাক্টওয়াচ ওয়েব পেজ থেকে সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর ডিম ছোড়া হয়েছে। ঘটনাটি ঘিরে বিভ্রান্তি তৈরি হলেও অনুসন্ধানে প্রমাণ মিলেছে ছবিটি এডিটেড ও বিভ্রান্তিকর।

লন্ডনের সোয়াস ইউনিভার্সিটিতে একটি সেমিনার শেষে বের হওয়ার সময় মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে কিছু মানুষ ডিম ছোড়ার চেষ্টা করেন। এর একটি ভিডিও ফুটেজও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ফেসবুকে ছড়ানো ভাইরাল ছবিটি ওই ঘটনার আসল দৃশ্য নয়।

রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, প্রচারিত ছবিটির মূল উৎস উইকিপিডিয়া। সেখানে মাহফুজ আলমের একই ভঙ্গিমার একটি ছবি বহু আগে থেকেই রয়েছে। এই ছবি ২০২৪ সাল থেকেই ইন্টারনেটে ব্যবহার হচ্ছে এবং চলতি বছরের ফেব্রুয়ারিতেও বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যবহৃত হয়েছে।

তুলনায় স্পষ্ট হয়, ভাইরাল ছবিতে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ডিম ভাঙার ইফেক্ট জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পুরোনো একটি ছবিকে এডিট করে নতুন ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।

এছাড়া সোয়াস ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত সেমিনারের আসল ফুটেজ লন্ডনের বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে পাওয়া যায়। সেখানে দেখা যায়, মাহফুজ আলম ভিন্ন পোশাকে উপস্থিত ছিলেন—যা ভাইরাল ছবির সঙ্গে মেলে না।

সব বিশ্লেষণ মিলিয়ে নিশ্চিত হওয়া যায় ভাইরাল ছবিটি আসল নয়, বরং এডিট করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ ছবিটিকে “বিকৃত ও ভুয়া” হিসেবে চিহ্নিত করছে।

আরও পড়ুন