
সালমান খানের বড় ভাই আরবাজ খানের সাথে মালাইকার বিচ্ছেদ হয়েছে অনেক আগেই। এখন আছেন প্রেমিক অর্জুন কাপুরের সাথে। বয়সে মালাইকার থেকে প্রায় ১২ বছরের ছোট অর্জুন অর্জুন কাপুর।
তবে সম্প্রতি কিছু গণমাধ্যমে শোনা গেছে তার সন্তান সম্ভবা হওয়ার খবর। এ নিয়ে সব জায়গায় পড়ে গেছে হৈচৈ। এবার এ নিয়ে মুখ খুললেন প্রেমিক অর্জুন কাপুর।
তিনি বলেন, আমরা তো অভিনেতা, আমাদের ব্যক্তিগত জীবন রয়েছে। ব্যক্তিগত জীবন সমসময় ব্যক্তিগত থাকে না।আর এই পেশায় আসার সময় এটা মেনে নিয়েই আসতে হবে।তবে বাকিটার জন্য আমরা দর্শকের ওপরেই নির্ভর করি। আমরা আশা করি তারা বুঝবেন যে, আমরাও তাদের মতোই রক্তমাংসের মানুষ। তাই আমাদের বিষয়ে কোনও খবর প্রচার করার আগে, যেন তারা একবার সেটা আমাদের থেকে জেনে নেন।
এবং আমার সাংবাদিকদের উপর বিশ্বাস আছে।এমন কিছু লিখবেন যা চিরকাল থেকে যায়! আমরা সকলেই কাজ করার জন্যই এসেছি, তথ্য যাচাই না করে কিছু লিখবেন না।










