মঙ্গলবার ২৫ নভেম্বর, ২০২৫

মালয়েশিয়া পাচারের পথে নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla -28 people, including women and children, rescued while being trafficked to Malaysia
মালয়েশিয়া পাচারের পথে নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার/ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকায় সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নেওয়ার সময় নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাটসংলগ্ন বিচ এলাকায় বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে সমবেত করেছে একটি মানব পাচারকারী চক্র। খবর পেয়ে সোমবার রাত ১টার দিকে কোস্ট গার্ড ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে ২৮ জনকে উদ্ধার করে।

উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানব পাচারকারীরা উন্নত জীবন ও উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল।

অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

আরও পড়ুন