এপ্রিল ১৯, ২০২৫

শনিবার ১৯ এপ্রিল, ২০২৫

‘মান্নাত’ ছাড়লেন শাহরুখ খান, সপরিবারে উঠলেন ভাড়া বাড়িতে!

Rising Cumilla - Shahrukh khan and his family
ছবি: সংগৃহীত

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত প্রাসাদোপম বাড়ি ‘মান্নাত’ শুধু অভিনেতার ঠিকানা নয়, এটি যেন এক ল্যান্ডমার্ক। বহু বছর ধরে এই হেরিটেজ স্থাপত্যটি অগুনতি ভক্তের আবেগ আর ভালোবাসার কেন্দ্রবিন্দু। শাহরুখের জন্মদিন থেকে শুরু করে যেকোনো উৎসবে, প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য মান্নাতের সামনে ভিড় করে অগণিত মানুষ।

তবে সম্প্রতি শোনা যাচ্ছিল, শাহরুখ খান তার এই ভালোবাসার ঠিকানা ছেড়ে অন্য কোথাও থাকতে শুরু করবেন। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো। জানা গেছে, শাহরুখ খান সপরিবারে ‘মান্নাত’ ছেড়ে উঠেছেন একটি নতুন ভাড়া বাড়িতে। আর এর জন্য প্রতি মাসে গুনতে হবে মোটা অঙ্কের টাকা।

কিন্তু কেন হঠাৎ ‘মান্নাত’ ছাড়ার সিদ্ধান্ত নিলেন শাহরুখ? কারণ জানা গেছে, তাদের প্রিয় ‘মান্নাত’-এ শুরু হতে চলেছে সংস্কার কাজ। বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চারটি ফ্লোর ভাড়া নিয়েছেন এই সুপারস্টার। যতদিন পর্যন্ত ‘মান্নাত’-এর সংস্কার কাজ চলবে, ততদিন স্ত্রী গৌরী খান এবং সন্তানদের নিয়ে এই নতুন ভাড়া বাড়িতেই থাকবেন তিনি। গত সোমবার থেকেই তাদের জিনিসপত্র নতুন ঠিকানায় নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, শাহরুখের নতুন এই ভাড়া বাড়িটি ‘মান্নাত’-এর প্রায় অর্ধেক আয়তনের। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অ্যাপার্টমেন্টটির মোট আয়তন ১০,৫০০ বর্গফুট, যেখানে ‘মান্নাত’-এর ক্ষেত্রফল ২৭,০০০ বর্গফুট।

এই খবর পাপারাজ্জিদের নজর এড়াতে পারেনি। সম্প্রতি ম্যানেজার পূজা দাদলানি এবং মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনেতাকে তাদের নতুন বাড়িতে প্রবেশ করতে দেখা গেছে। শোনা যাচ্ছে, প্রায় দু’বছর এই ভাড়া বাড়িতে থাকার পরিকল্পনা রয়েছে কিং খানের।

অন্য একটি প্রতিবেদন সূত্রে জানা গেছে, পালি হিলের ওই অ্যাপার্টমেন্টের চারটি ফ্লোরের জন্য প্রতি মাসে ২৪ লক্ষ রুপি ভাড়া গুনতে হবে শাহরুখ খানকে। এই বিলাসবহুল ভবনটির মালিকানা রয়েছে প্রযোজক জ্যাকি ভাগনানি, তার বোন দীপশিখা দেশমুখ এবং তাদের বাবা ও প্রখ্যাত প্রযোজক বাশু ভাগনানির।

‘মান্নাত’-এর সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত শাহরুখ খান এবং তার পরিবার এই নতুন ঠিকানাতেই থাকবেন। তবে ভক্তদের মনে একটাই প্রশ্ন, কবে আবার তারা তাদের প্রিয় তারকাকে তাদের চেনা ‘মান্নাত’-এর বারান্দায় দেখতে পাবেন? আপাতত সেই দিনের অপেক্ষাতেই রয়েছেন শাহরুখ অনুরাগীরা।