সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

মাছ খেতে গিয়ে গলায় কাঁটা আটকালে করণীয়

Fish thorns stuck in the throat
মাছের কাঁটা গলায় আটকে করণীয় | ফাইল ছবি

মাছ খাওয়ার সময় মাঝে মধ্যে গলায় মাছের কাঁটা আটকে যায়। এতে গলায় ব্যথা, ঢোক গিলতে অসুবিধা, বমি বমি ভাব ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। এ অবস্থায় করণীয় কী?

মাছের কাঁটা আটকে গেলে প্রথমেই কিছুক্ষণের জন্য শান্ত থাকুন। ভয় পেলে কাঁটা আরও ভেতরে ঢুকে যেতে পারে। তারপর নিচের যেকোনো একটি উপায় চেষ্টা করতে পারেন:

  • টুকরো লেবুতে হালকা লবণ মিশিয়ে লেবুটি চুষে খেয়ে নিন।
  • গলায় কাটা নামতে ভিনেগার দারুণ কাজ করে।
  • এডিবল অলিভ অয়েল খেলে কাটা চলে যাবে।
  • হালকা গরম জলে সামান্য লবণ মিশিয়ে তা পান করেন।
  • স্পেশাল ফরেন বডি রিমুভারের সাহায্য কাটা বের করার সম্ভব।

যদি উপরের কোনো উপায়ে কাজ না হয়, তাহলে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত।