নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার এলাকায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

Evacuation operation to relieve traffic congestion in Chauddagram market area of ​​Cumilla on the highway
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাজার এলাকার ফুটপাতে পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অবৈধভাবে স্থাপিত টং দোকান, ফল বিক্রেতাসহ দখলদার উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ।

গতকাল সোমবার (২৫ মার্চ) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মহাসড়কের উপর অস্থায়ী অবৈধ দোকানপাট উচ্ছেদে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ কুমিল্লা জোনের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা জোনের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার জানান, আমাদের এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে। মহাসড়কে যানজটমুক্ত যানবাহন চলাচলে হাইওয়ে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। শুধু রমজান নয়, ঈদের পরেও মহাসড়কের পাশে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

এ সময় হাইওয়ে পুলিশের এই উচ্ছেদ অভিযানকে অনেকে সাধুবাদ জানিয়ে উপস্থিত অনেকেই সহকারী পুলিশ সুপারকে জানিয়েছেন, কারা এসব ফুটপাতে টং দোকান ও ফলের আড়ৎ বসিয়ে দৈনিক ভাড়া তুলে তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনা দরকার। এদেরকে চিহ্নিত না করে গরীব ফুটপাতের ব্যবসায়ীদের উচ্ছেদ করারও সমালোচনা করেন অনেকে।

উল্লেখ্য যে, চৌদ্দগ্রাম বাজার এলাকায় মহাসড়কের উপর বিভিন্ন টং দোকান, ফল দোকান, বিকাশ দোকান বসিয়ে রাখার কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে নিয়মিত যানজট লেগেই থাকে।

এ উচ্ছেদ অভিযানে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেনসহ সঙ্গীয় পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।