সেপ্টেম্বর ১৩, ২০২৪

শুক্রবার ১৩ সেপ্টেম্বর, ২০২৪

মধ্যরাতে রাজধানীর ওয়ারীতে আগুন, ঘণ্টাখানেকের মধ্যে নিয়ন্ত্রণে

মধ্যরাতে রাজধানীর ওয়ারীতে আগুন, ঘণ্টাখানেকের মধ্যে নিয়ন্ত্রণে
মধ্যরাতে রাজধানীর ওয়ারীতে আগুন, ঘণ্টাখানেকের মধ্যে নিয়ন্ত্রণে। ছবি: সংগৃহীত

সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের বেবিশপ ভবনের শোরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার গণমাধ্যমকে জানান, দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তিনি জানান, প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনো কেউ হতাহত হয়নি। তবে কি কারণে আগুন লেগেছে এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

আগুন নেভাতে গিয়ে ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের দুজন কর্মী অসুস্থ হয়ে পড়েন বলে জানান এই কর্মকর্তা।

বেবি শপের ম্যানেজার রনি বলেন, অগ্নিকাণ্ডে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে। ভবনের নিচতলা ও দোতলায় ছোট বাচ্চা ও বড়দের কাপড়চোপড় বিক্রি হতো। কাপড়চোপড় যা ছিল, সবই পুড়ে গেছে।