সোমবার ১৮ আগস্ট, ২০২৫

মধুমতী নদীতে কুমিরের দেখা, সর্তকতায় প্রশাসনের মাইকিং

রাইজিং ডেস্ক

মধুমতী নদীতে কুমিরের দেখা, সর্তকতায় প্রশাসনের মাইকিং/ছবি: সংগৃহীত

গত শনিবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে একটি কুমির দেখা যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নদীতে কুমির দেখতে পেয়ে এক যুবক তার মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে কুমিরটিকে অত্যন্ত স্পষ্টভাবে দেখা গেছে। দূর থেকে তোলা ছবি এবং ভিডিও দেখে ধারণা করা হচ্ছে, এটি একটি প্রাপ্তবয়স্ক ও বিশাল আকৃতির কুমির, যার দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। এর আগে বেশ কয়েকদিন ধরে মাগুরা শ্রীপুর উপজেলার গড়াই নদী ও মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে কুমির দেখা যাওয়ার খবর শোনা গেলেও, এই ভিডিওটিই প্রথম নিশ্চিত প্রমাণ হিসেবে সামনে আসে।

স্থানীয় বাসিন্দা রাসেল বলেন, “অতীতে মধুমতি নদীতে কুমির দেখা যাওয়ার ইতিহাস থাকলেও, দীর্ঘ সময় পর আবারও কুমিরের দেখা পাওয়ায় আমাদের মনে নতুন করে ভয় তৈরি হয়েছে।”

এই পরিস্থিতিতে জনগণের সচেতনতা ও নিরাপত্তার জন্য মহম্মদপুর উপজেলা প্রশাসন পদক্ষেপ নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার জানান, তিনি লোকমুখে এবং ভিডিওর মাধ্যমে কুমিরের খবর পেয়েছেন। এরপরই তিনি মধুমতি নদীর তীরবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জনসচেতনতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনগণকে সতর্ক করা হচ্ছে।

বর্তমানে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও, নদীর তীরবর্তী এলাকার মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন