রাতভর ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের ষোলশহর রেল স্টেশনের পশ্চিমে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এছাড়াও তার স্ত্রী শরীফা বেগম (৩০) ও তার মেয়ে বিবি কুলসুমা (১০) আহত হয়েছে।
বিবার (২৭ আগস্ট) ভোরে নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর আই ডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে। নগরীর বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন- মো. সোহেল (৩৫) ও তার সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাত।
আব্দুল্লাহ হারুন পাশা বলেন, রাতভর বৃষ্টিতে ধসে পড়ে পাহাড়। এতে চাপা পড়েন একই পরিবারের ৪ সদস্য। সোহেল ও তার ৭ মাস বয়সী মেয়ে জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, রাত থেকে ভারী বর্ষণে নগরীর নিচু এলাকায় আবারও জলাবদ্ধা সৃষ্টি হয়েছে। নগরীতে কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি জমে আছে। পানি ডুকেছে নগরীর বিভিন্ন বাসা-বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠানে।