জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

ভারত থেকে বাংলাদেশে নদের পানিতে ভেসে এলো ৪ মহিষ

4 buffaloes floated in river water from India to Bangladesh
ভারত থেকে বাংলাদেশে নদের পানিতে ভেসে এলো ৪ মহিষ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পানিতে ভারত থেকে বাংলাদেশে ৪টি ভারতীয় মহিষ ভেসে এসেছে। এসময় ওই মহিষগুলোকে নদী থেকে জীবিত উদ্ধার করেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেছুল ইসলাম।

নয়ারহাট ইউনিয়নের ফেসকা দুইশ বিঘা এলাকার আলম মোল্লাহ ও শফিকুল ইসলাম জানান, সোমবার সকালে ব্রহ্মপুত্র নদের পানিতে ৪টি মহিষ ভেসে যাচ্ছিল। এসময় ওই এলাকার রেজাউল করিম, আলতাফ হোসেন, আছর উদ্দিন ও আল আমিনসহ বেশকয়েকজন দীর্ঘ সময় চেষ্টা করে মহিষগুলোকে নদ থেকে উদ্ধার করেন।

প্রায় ২ঘণ্টা পরে চিলমারী পাশ্ববর্তী ভারতের উলিপুর উপজেলাধীন সাহেবের আলগা এলাকা থেকে ৭-৮ জন লোক এসে মহিষ ৪টির মালিকানা দাবি করেন। উদ্ধারকারীদের কাছে তাদের দাবি যৌক্তিক না হওয়ায় অর্থের বিনিময়ে মহিষের মূল্য রফাদফা চলছিল। রফাদফার এক পর্যায়ে ঢুষমারা থানা পুলিশ সেখানে গিয়ে মহিষ আটক করে।

চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেছুল ইসলাম জানান, মহিষ ভেসে আসার খবর পেয়ে গতকাল রাতে তেলিপাড়াচর এলাকা থেকে মহিষ ৪টি নৌকা যোগে চিলমারী থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় বেওয়ারিশ হিসাবে পাওয়া মহিষ ৪টিকে উদ্ধার করে সাধারণ ডায়েরিভুক্ত করে আদালতে জানানো হয়েছে।