রবিবার ২৫ জানুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১০ দলীয় জোটের এমপি প্রার্থী

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - 10-party alliance MP candidate seeks votes using rickshaw symbol in Brahmanbaria-5 constituency
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে রিক্সা প্রতীকে ভোট চাইলেন ১০ দলীয় জোটের এমপি প্রার্থী/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনে ১০ দলীয় জোটের মতবিনিময় সভায় রিক্সা প্রতীকে ভোট চাইলেন বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি পদ প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী।

শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) সকালে নবীনগর পৌর এলাকার জল্লায় (কনিকাড়া ব্রীজ সংলগ্ন) থ্রি স্টার কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।

মুফতি আমজাদ হোসেন আশরাফীর প্রধান অতিতির্থা ও খতিব ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য প্রদান করেন মাওলানা আনোয়ার হোসেন নুরী, মাওলানা আবু সুফিয়ান নবীপুরী, মাওলানা ইউসুফ খান, মাওলানা ইব্রাহিম, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা কাইউম ফারুকী, মাওলানা মকবুল হোসেন, মাওলানা আবু বকর, মাওলানা আখতার, মাওলানা আব্দুল খালেক, মাওলানা নুরে আলম, মাওলানা আব্দুল খালেদ, মুফতি আবুল বাশার, মাওলানা আব্দুর রউফ, মাওলানা নুর মোহাম্মদসহ অন্যান্যরা।

আমজাদ হোসেন আশরাফী তার বক্তব্যে বলেন, নবীনগরে স্বাধীনতার পর আমিই একমাত্র আলেম। এই প্রথম নবীনগরবাসী কোন আলেমকে ভোট দেবার সুযোগ পাবে। আমার টাকা পয়সা নাই, একজন আলেম হিসেবে আপনারা আমাকে ভোট দিবেন। আমি জিতলে জিতে যাবে এদেশের আলেম, মাওলানা, মুফতি। আমি অবৈধ টাকা দিবোও না ইনশাল্লাহ নির্বাচিত হলে অবৈধ টাকা নিবোও না। আমি আপনাদের জন্য আছি, আপনারা আমার জন্য রিক্সা মার্কায় ভোট দিন।

এসময় নবীনগর উপজেলার ১০ দলীয় জোটের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্থানিয় নেতাকর্মীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন