রবিবার ২৫ জানুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও ইউনিয়ন যুবদলের কমিটি স্থগিত

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কুমিল্লায় দল বিরোধী চক্রান্তে বিএনপি নেতা আনোয়ার হোসেন স্থায়ীভাবে বহিষ্কার
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলসহ উপজেলার অধীন সকল ইউনিয়ন যুবদলের বিদ্যমান কমিটি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত দলীয় প্যাডে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি প্রকাশের পর তা নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন।

উপজেলা যুব দলের আহবায়ক এমদাদুল বারী বলেন, কেন্দ্রিয় নির্দেশনা অনুযায়ী উপজেলা যুব দল ও ইউনিয়ন যুবদলের সকল কমিটি আপাতত স্থগিত হয়েছে।

আরও পড়ুন