
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি হযরত গণিশাহ বাবা’র মাজার শরীফের দক্ষিন পাশের ঝন্টুর হোটেলে আনুমানিক রাত ৮ টার দিকে গুলাগুলিতে হোটেলের কর্মচারিসহ ৩ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর অবস্থায় শিপনকে ঢাকায় নেয়া হয়েছে বলে জানা গেছে।
গুলিবিদ্ধরা হলেন একই ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের আব্দুল মোন্নাফ ওরফে মনেক মিয়ার ছেলে শিপন, আলমনগর গ্রামের সফিকুল ইসলামের ছেলে ইয়াসিন ও চরলাপাং গ্রামের রাশেদ মিয়ার ছেলে নুর আলম বলে জানা গেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন, ঘটনার তদন্ত চলমান, বিস্তারিত পরে জানানো হবে।








