
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গোল চত্ত্বরে শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এমপি পদ প্রার্থী এডভোকেট এম এ মান্নানের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া বিবিসির সাক্ষাৎকার প্রজেক্টরে প্রদর্শন করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, ছাত্র বিষয়ক সম্পাদক তন্ময় আল নিলয়, উপজেলা যুব দলের সভাপতি প্রার্থী মনজুরুল হক মজনু, ডা. মহিন খান, উপজেলা নবীন দলের আলমগীর হোসেন, আবুল হোসেন, দীপু, ইউনুস সহ অন্যান্যরা।
এ সময় পথচারীরা আগ্রহ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারটি দেখতে দেখা যায়।