বুধবার ২৬ নভেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ২০ মাসে গ্রাম আদালতে তিন হাজার মামলা, ৭৭ শতাংশ নিষ্পত্তি

রাইজিং ডেস্ক

Rising Cumilla -Meeting held at the Deputy Commissioner's conference room in Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা/ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের সৌজন্যে

জেলার গ্রাম আদালতে গত বছরের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত মোট ৩,০৭২টি মামলা দায়ের হয়েছে। এছাড়া উচ্চ আদালত থেকে এসেছে আরও ৩২৫টি মামলা। এসব মামলার মধ্যে ৭৭.৩৮ শতাংশ নিষ্পত্তি হয়েছে।

জেলা প্রশাসন আয়োজিত গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমীন আক্তার জাহান।

কর্মশালায় দেওয়া তথ্য অনুযায়ী, উল্লেখিত ২০ মাসের মধ্যে গ্রাম আদালতে প্রতিমাসে গড়ে প্রায় ১৫০টি মামলা হয়েছে। প্রায় ৭৭ শতাংশ মামলা নিষ্পত্তি হয়েছে এবং সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে ৯০.৭৪ শতাংশ। ক্ষতিপূরণ হিসেবে এক কোটি ৫০ লাখ ৬৯ হাজার ৬৮১ টাকা আদায় করা হয়েছে।

মামলার ক্ষেত্রে নারী অংশগ্রহণও উল্লেখযোগ্য; ৮৩২ জন নারী আদালতে আবেদন করেছেন, যাদের মধ্যে ১৫ শতাংশ নারী বিচার প্রক্রিয়ায় সরাসরি অংশ নিয়েছেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. মেরাজুল ইসলাম। কর্মশালায় জানানো হয়, গ্রাম আদালত আরও সক্রিয় করতে সরকার কাজ করছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অংশগ্রহণকারীরা নিজেদের মতামত তুলে ধরেন এবং সচেতনতা বাড়ালে গ্রাম আদালত আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়।

আরও পড়ুন