মার্চ ১৯, ২০২৫

বুধবার ১৯ মার্চ, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় রমজান মাস উপলক্ষে বিক্রেতার ব্যতিক্রমী উদ্যোগ

Exceptional initiative by a vendor in Brahmanbaria on the occasion of Ramadan
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা গ্রাম। ভারত সীমান্ত ঘেঁষা এই গ্রামের দরবার বাজারে রমজান মাসে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা যাচ্ছে। নামে বাজার হলেও সেখানে দোকান বলতে দুই-তিনটি। এর মধ্যে একটি দোকানের সামনে চোখ আটকে যায়, দোকানের মালিক মো. হানিফ।

দোকানের সামনে ঝুলছে একটি ব্যানার, যেখানে লেখা, ‘হানিফ ভাই এর দোকানে পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ অফার। এক টাকা লাভে রমজানের যাবতীয় পণ্যসামগ্রী বিক্রয় করা হয়।’

সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘোষণামতোই পণ্য বিক্রি করছেন হানিফ ভাই। প্রত্যন্ত গ্রামের এই ছোট্ট দোকানে রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্য এক টাকা লাভে বিক্রির এই উদ্যোগ ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে।

এলাকার ক্রেতা মো. বাছির জানান, ‘রমজান মাস উপলক্ষে হানিফ ভাই এক টাকা লাভে পণ্য বিক্রি করছেন। আমাদের এলাকায় এটি বেশ সাড়া ফেলেছে। শহরের বাজার থেকে পণ্য না নিয়ে এলাকার মানুষ এখান থেকেই ইফতারের জন্য বিভিন্ন পণ্য কিনছেন। আমরা ওনার উদ্যোগকে স্বাগত জানাই।’

মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) দুলাল মৃধা বলেন, ‘গ্রামের দোকানে এটি খুবই ভালো একটি উদ্যোগ। আমাদের গ্রামের মানুষ এখান থেকে স্বস্তিতে পণ্য কিনতে পারছে। এ উদ্যোগ এলাকায় বেশ সাড়া ফেলেছে।’

দোকান মালিক মো. হানিফ বলেন, ‘রমজান মাসে যেসব পণ্যের প্রয়োজন হয়, যেমন তেল, ছোলাবুট, ডাল, পিঁয়াজ, রসুন ইত্যাদি আমি মাত্র এক টাকা লাভে বিক্রি করছি। আমার গ্রামের লোকজন সবাই আমার কাছ থেকে পণ্য নেন। গত রমজান থেকে আমি এটা চালু করেছি।’