ফেব্রুয়ারি ৬, ২০২৫

বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি, ২০২৫

ব্রাহ্মণপাড়া শশীদল সমতা শিশু নিকেতন স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

Prize Distribution of Annual Sports and Cultural Competition at Brahmanpara Shasidal Samata Shishu Niketan School
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শশীদল সমতা শিশু নিকেতন স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ড এর সাবেক সহকারি কাস্টমস কমিশনার মোঃ নজরুল ইসলাম।

এতে অত্র বিদ্যালয়ের সভাপতি হাজী ডাঃ এম এ খালেক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শামছুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ।

অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, হাজী মোঃ জালাল উদ্দিন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা হাজী মোঃ জালাল উদ্দিন, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা। এসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।