বৃহস্পতিবার ২৮ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণপাড়া চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজে নবগঠিত কমিটির মতবিনিময় সভা

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - Opinion exchange meeting of the newly formed committee at Brahmanpara Chandla Karim Box High School and College
ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজে নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮মে)  সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোঃ আবুল বাসার সরকার।

অনুষ্ঠানের শুরুতে বর্তমান সভাপতি মোঃ আবুল বাসার সরকারকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ও কমিটির সদস্য সচিব রাখাল চন্দ্র শীল এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির অভিভাবক সদস্য মোঃ আল মামুন, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ ইউনুছ, চান্দলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সরকার লিটন, চান্দলা ইসলামিয়া গাউছিয়া আলিম মাদ্রাসার সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, বিএনপির সদস্য মোঃ তছলিম আহাম্মদ, বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা।

এবিষয়ে বিদ্যালয়ের নব-নির্বাচিত কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোঃ আবুল বাসার সরকার বলেন, চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এলাকাবাসীর সহযোগীতা কামনা করছি।

আরও পড়ুন