
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূরে আলম ভূইয়া এ আহবায়ক কমিটির অনুমোদন দেন।
এতে ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইদ্রিস মিয়াকে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাককে যুগ্ম আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট ঘোষণা করা হয়।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর আলম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল আজিজকে সদস্য হিসেবে এ আহবায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
সভায় শিদলাই ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ মাস্টারের সভাপতিত্বে ও মালাপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওসমান গনী ভূইয়া চেয়ারম্যানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সদস্য বীর মুক্তিযোদ্ধা বাছির উদ্দিন, বীরবিক্রম আবদুল বারী।
এছাড়া সভায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম পুলিশ, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়া সরকার, দুলালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, সাহেবাবাদ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, শশীদল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সরকার, শিদলাই ইউনিয়ন মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়া সরকার, বীর মুক্তিযোদ্ধা আলী আজ্জম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলমগীর, চান্দলা ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিনসহ উপজেলা বিভিন্ন এলাকার ১৭৫ জন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।