ফেব্রুয়ারি ২৪, ২০২৫

সোমবার ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

ব্রাহ্মণপাড়া আবদুর রাজ্জাক খান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

Rising Cumilla - Prayer and Milad Mahfil on the occasion of the death anniversary of Brahmanpara Abdur Razzak Khan Chowdhury
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম আবদুর রাজ্জাক খান চৌধুরী এর ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারী)  সকাল ১০টায় আবদুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের আয়োজনে মরহুমের রুহের আত্নার মাগফিরাত কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।

এতে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আবদুল কুদ্দুছ, স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ সামসু উদ্দিন আহাম্মদ, সিনিয়র শিক্ষক মোহাম্মদ নজির আহাম্মদ, সিনিয়র শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ এনামুল হক, সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র শিক্ষক মো. নজরুল ইসলাম ভূইয়া, সিনিয়র শিক্ষক মো. রমিজ উদ্দিন সরকারসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।

সর্বশেষে মরহুম আবদুর রাজ্জাক খান চৌধুরী এর ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মহালক্ষীপাড়া সিনিয়র আলীম মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মিজানুর রহমান আতিকী।