নভেম্বর ২৭, ২০২৪

বুধবার ২৭ নভেম্বর, ২০২৪

ব্রাহ্মণপাড়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ব্রাহ্মণপাড়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
ব্রাহ্মণপাড়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মক্তব ও মাদ্রাসা চলা কালিন সময়ে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে৷

উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও চান্দলা ইসলামিয়া গাউছিয়া মাদ্রাসার অধ্যক্ষের বরাবর লিখিত অভিযোগে চান্দলা দলগ্রামের বাসিন্দা আরব খান জানান, মাওলানা আব্দুর রহমান চান্দলা ইসলামিয়া গাউছিয়া মাদ্রাসায় শিক্ষক এবং ধলগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও মক্তবের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন কালে ইতি পূর্বে তিনি মাদ্রাসার ছাত্রীদের শরীরে হাত দেওয়া যেমন পিঠে থাপ্পর দেওয়া কিল দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ভাবে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছেন।

অভিভাবক মহল এবং মাদ্রাসার পক্ষ থেকে তাকে বিভিন্ন সময় সতর্ক করা হলেও তিনি লাগামহীন হয়ে পরেছেন।

এছাড়াও তিনি ধলগ্রাম ফুরকানিয়া মাদ্রাসার মক্তবে পাঠদান কালে কিছু কলঙ্কময় ঘটনা ঘটিয়েছেন, যেমন মেয়েদেরা বুকে হাত দিয়েছেন, মেয়েদের লজ্জাস্থান লক্ষ্য করে বেত দিয়ে আঘাত দিয়েছেন এবং মেয়েদের কোলে বসিয়ে রাখতেন ইত্যাদি ।

যার ফলে প্রকাশ পায় এইসমস্ত ঘটনার মাধ্যমে তিনি তার যৌন চাহিদাকে চরিতার্থ করেছেন বলে মনে করা হচ্ছে৷

অভিযোক্তা মাদ্রাসা শিক্ষক মোঃ আবদুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা৷ যা ইতি মধ্যে এলাকায় সালিশ বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়েছে৷ আরব খান আমার কাছে এবং সমাজের কাছে ক্ষমা চেয়েছে৷

চান্দলা ইসলামিয়া গাউছিয়া মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদ বলেন বিষয়টি উপজেলা নির্বাহী অফিস তদন্ত করছে৷ তদন্তের প্রতিবেদন পেলে সত্য মিথ্যা জানা যাবে৷

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলাম বলেন চান্দলা ইসলামিয়া গাউছিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ আবদুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিস বরাবর করা হয়েছিল৷ অভিযোক্তা শিক্ষক কে শোকজ করা হয়েছে৷ এ বিষয়টি বর্তমানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত করতে দায়িত্ব দেয়া হয়েছে৷ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷