জানুয়ারি ৬, ২০২৫

সোমবার ৬ জানুয়ারি, ২০২৫

ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ

ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ
ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ। ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ১নং মাধবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৩টায় মাধবপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে মাধবপুর বাজারে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে মাধবপুর ইউনিয়ন জামায়াতের আমীর আমানত উল্লাহ মজুমদার এর সভাপতিত্বে ও হাফেজ মনির হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এডভোকেট ড. মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, কুমিল্লা মহানগর ওলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম মজুমদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, বেলাল উদ্দিন আখন্দ, মোহাম্মদ আব্দুল আলিম, মাওলানা আনিছুর রহমান, মোস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম আকাশ, মাহফুজুর রহমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা।

সমাবেশে জামায়াতে ইসলামীর কর্মীদের দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিবৃন্দরা।