নভেম্বর ১৮, ২০২৪

সোমবার ১৮ নভেম্বর, ২০২৪

ব্রাসেলসে যাওয়ার পথে বিমানে ছোট শিশু যাত্রীকে আদর করেন প্রধানমন্ত্রী

The Prime Minister caressed a small child passenger on the plane on the way to Brussels
বিমানে একটি শিশুকে আদর করছেন প্রধানমন্ত্রী। ছবি : ইয়াসিন কবির জয়ের ফেসবুক থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ অংশ নিতে বেলজিয়াম যাওয়ার পথে বিমানে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। বিমানে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে যাত্রীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে ব্রাসেলস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে প্রধানমন্ত্রী বিমানের যাত্রী ও ফ্লাইট ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে সাংবাদিক ইয়াসিন কবির জয় তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, প্রধানমন্ত্রী বিমানের প্রতিটি যাত্রীর সঙ্গে হেঁটে হেঁটে কথা বলেন। এ সময় শিশুদের সঙ্গে মজা করে কথা বলা ছাড়াও প্রধানমন্ত্রী বয়স্কদের জড়িয়ে ধরে তাদের কুশল জানতে চান। বিমানে হঠাৎ করে নিজের সিটের পাশে সরকারপ্রধানকে দেখে বিষ্মিত হয়ে উঠেন যাত্রীরা।

বঙ্গবন্ধুকন্যা ফ্লাইটে ঘোরাঘুরির সময় এক বছরের শিশু ইয়াসিনকে কোলে নিয়ে আদর করেন। এবং তার সঙ্গে কিছু সময় কাটান। একপর্যায়ে শিশুটি তার (প্রধানমন্ত্রীর) চশমা কেড়ে নেয়।

প্রধানমন্ত্রীর এমন ব্যবহারে ব্রাসেলসের পথে উড়ে চলা বিমানে বয়ে যায় আনন্দের ঢেউ। অনেকেই মোবাইল ফোন বা ক্যামেরা হাতে নেন ছবি তোলার জন্য।

অনেক যাত্রীকে ছবি ও সেলফি তুলতে দেখা গেছে, মহিলারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলিঙ্গন করেন।