সেপ্টেম্বর ১৯, ২০২৪

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪

বৈরী আবহাওয়ায় এলএনজি সরবরাহ বিঘ্নিত, গ্যাসের চাপ কম কুমিল্লাতে

Gas
প্রতীকি ছবি/সংগৃহীত

প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এর ফলে চট্টগ্রাম, বাখরাবাদ গ্যাস ও তিতাস গ্যাস এলাকায় গ্যাসের চাপ কম রয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) এক বার্তায় পেট্রোবাংলা জানায়, বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীস্থ এফএসআরইউ থেকে এলএনজি সরবরাহ বিঘ্নিত হওয়ায় কেজিডিসিএলর চট্টগ্রাম এলাকায়, বাখরাবাদ গ্যাস ও তিতাস গ্যাসের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে।

তবে আজ সন্ধ্যা নাগাদ গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে পেট্রোবাংলা দু:খ প্রকাশ করেছে।

উল্লেখ্য পেট্রোবাংলার আওতাধীন কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়াসহ আরও কিছু অঞ্চলে গ্যাস দেয় বাখরাবাদ। আর ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বড় অংশের গ্যাস সরবরাহ করে তিতাস।