
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের বিতর্ক সংগঠন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটি (পিএডিএস) এর আয়োজনে দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ নভেম্বর) একাডেমিক বিল্ডিং তিন এর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের গ্যালারি রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আটটি দল নিয়ে আয়োজিত অন্তঃবিভাগ বিতর্ক টুর্নামেন্টের ফাইনাল এবং পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণী শেষে পিএডিএসের ২০২৫-২০২৬ এর নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে কমিটির দায়িত্বে রয়েছেন লোকপ্রশাসন বিভাগ ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মাহেদা তাইয়্যেবা এবং সাধারণ সম্পাদক দায়িত্ব রয়েছেন ১৪ তম ব্যাচের শিক্ষার্থী শামীমা আক্তার শিমু।
সমাপনী অনুষ্ঠানে মাহেদা তাইয়্যেবা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
এসময় তিনি বলেন, বিতর্কের মত ভালো প্র্যাকটিস বেশি বেশি করতে হবে এবং এই ভালো কাজের ধারা বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টে ছড়িয়ে দিতে হবে। আরো বলেন যারা ভালো পড়ালেখা করে তারা বিতর্কে আসেন।
বিভাগীয় প্রধান মুজাহিদুল ইসলাম বলেন,বিতর্ক হলো জ্ঞান আরহণের একটি অন্যতম উপায়। শিক্ষার্থীরা বিশেষ করে যারা সমাজবিজ্ঞানের শিক্ষার্থী তাদের প্রায় সময় আর্গুমেন্টেটিভ রাইটিং এর প্রয়োজন হয়। বিতর্কের এই প্র্যাকটিস যদি বজায় রাখে তাহলে একদিকে যেমন কোকারিকুলার একটিভিটিজ এর দিকটি নিশ্চিত হবে তেমনি শিক্ষার্থীদের মাঝে ক্রিটিকাল থিঙ্কিং তৈরি হবে। যেটি খুবই জরুরী
এছাড়াও উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, নিয়াজ মাখদুম, আফজাল হোসাইন শাকিল,এ এম এম মোবাশ্বের শাহ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন একাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক মোঃ সোবহান আলী এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক দীপিকা বিশ্বাস।










