বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ২০২৫

বেতিয়ারা শহীদ দিবসে অসাম্প্রদায়িক চেতনায় সমাজ গঠনের আহ্বান কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের

রাইজিং ডেস্ক

বেতিয়ারা শহিদ দিবসে অসাম্প্রদায়িক চেতনায় সমাজ গঠনের আহ্বান কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের
বেতিয়ারা শহিদ দিবসে অসাম্প্রদায়িক চেতনায় সমাজ গঠনের আহ্বান কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের/ছবি: প্রেস রিলিজ হতে

আজ ১১ নভেম্বর ঐতিহাসিক বেতিয়ারা শহিদ দিবস উপলক্ষে কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের বেতিয়ারা শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। সংগঠনের সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথের নেতৃত্বে এ শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মহান মুক্তিযুদ্ধে ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ নেতৃত্বে প্রায় ২০ হাজার সদস্যের একটি বিশেষ গেরিলা বাহিনী গঠিত হয়েছিল। এই বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অসীম সাহস ও বীরত্বের সাথে যুদ্ধ করে।

১৯৭১ সালের ১১ নভেম্বর বেতিয়ারায় সেই বিশেষ গেরিলা বাহিনীর একটি প্রশিক্ষিত ইউনিট হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নেয়। এ যুদ্ধে গেরিলা বাহিনীর ৯ জন সদস্য শহিদ হন। শহিদরা হলেন—নিজামউদ্দিন আজাদ, সিরাজুম মুনীর জাহাঙ্গীর, বশিরুল ইসলাম (বশির মাস্টার), শহীদুল্লাহ সাউদ, আবদুল কাইউম, আওলাদ হোসেন, আবদুল কাদের, মোহাম্মদ শফিউল্লাহ ও জহিরুল হক ভুঁইয়া (দুদু মিয়া)।

শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথ বলেন, “বেতিয়ারা শহিদদের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সাম্যের রাষ্ট্র। স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও আমরা সেই লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারিনি। আজও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে প্রশ্ন তোলা হয়। সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা তা মেনে নেব না।”

তিনি আরও বলেন, “বেতিয়ারা শহিদদের অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। প্রগতিশীল, দেশপ্রেমিক ছাত্র ও জনতাকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানাই।”

আরও পড়ুন