এপ্রিল ২০, ২০২৫

রবিবার ২০ এপ্রিল, ২০২৫

বেড়েছে তেল-সবজি ও পেঁয়াজের দাম, কমেছে মুরগির

শীতের বিদায় ঘণ্টা বাজার অনেক আগেই। বাজারে উঁকি দিচ্ছে গ্রীষ্মের নানা সবজি। তবে ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এসব সবজির আকাশছোঁয়া দাম। শুধু তাই নয়, পাল্লা দিয়ে বাড়ছে তেল, চাল ও দেশি পেঁয়াজের ঝাঁজও।

শুক্রবার কুমিল্লার রাজগঞ্জ, বাদশা মিয়ার বাজার এবং টমসম ব্রিজ বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন ধরেই সবজির বাজার বেশ তেতে রয়েছে। এর ওপর নতুন করে বেড়েছে দেশি পেঁয়াজের দাম। গতকাল বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা দরে। অথচ গত সপ্তাহের শুরুতেও এই পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

অন্যদিকে, গত মাসে মিনিকেট চালের দাম কেজিতে ৫ থেকে ৮ টাকা বাড়ার পর সেই ঝাঁজ আর কমেনি। বরং গত দুই সপ্তাহে আরও ২ থেকে ৩ টাকা করে বেড়েছে এই চালের দাম।

যোগ হয়েছে ভোজ্যতেলের বাড়তি খরচও। গত মঙ্গলবার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বেড়ে ঠেকেছে ১৮৯ টাকায়। পাম তেলও পিছিয়ে নেই, লিটারে বেড়েছে ১২ টাকা। তবে কিছুটা স্বস্তি দিচ্ছে আলু, ডিম ও মুরগির বাজার। এই কয়েকটি পণ্যের দাম তুলনামূলকভাবে সহনীয় রয়েছে।

বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কিছুটা কমেছে। গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা এবং সোনালি মুরগি ২২০ থেকে ২৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

অথচ ঈদের আগে, গত মাসের শেষ দিকে ব্রয়লার মুরগির দাম ছিল কেজি প্রতি ২২০ থেকে ২৩০ টাকা।

নতুন করে নিত্যপণ্যের দাম বাড়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। টমসম ব্রিজের বাজারে বাজার করতে আসা মামুন নামের এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “নতুন করে কারসাজি শুরু হয়েছে। সব জিনিসের দাম বাড়ছে। সরকারের এদিকে নজর দেওয়া উচিত।”

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ঝিঙা বিক্রি হচ্ছে মানভেদে ৮০ থেকে ৯০ টাকা, প্রতি পিস লাউয়ের দাম ৭০ থেকে ৮০ টাকা। বেগুন কিনতে গুনতে হচ্ছে কেজি প্রতি ৮০ থেকে ১২০ টাকা, করলার দাম ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, শজনে ১৪০ থেকে ১৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, টমেটো ৪০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, গাজর ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা, পেঁপে ৫০ থেকে ৬০ টাকা ও দেশি শসা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া, প্রতি পিস চালকুমড়া বিক্রি হচ্ছে ৬০ টাকায় এবং কাঁচা পেঁপের দাম ৫০ থেকে ৬০ টাকা।