নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদের স্মরণে গেট ও চত্ত্বরের নতুন নামকরণ

Re-naming of gate and area in memory of Abu Saeed at Begum Rokeya University
ছবি: প্রতিনিধি

চলমান কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হলে তাকে স্মরণীয় করে রাখার জন্য তার নামে গেট ও চত্ত্বরের নতুন নামকরণ করে বেরোবি শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাসে তার গায়েবানা জানাজার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১নং গেটের নাম পরিবর্তন করে নাম রাখেন শহীদ আবু সাঈদ গেট এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ের নাম রাখেন শহীদ আবু সাঈদ চত্ত্বর।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবু সাঈদ গেইট ও চত্ত্বরের দাবি জানান।