নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল থেকে দেশীয় অস্ত্র-মদের বোতল উদ্ধার

Rising Cumilla - Local weapons-liquor bottles recovered from Bangabandhu Hall of Begum Rokeya University
ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে

বুধবার (১৪ আগস্ট) রাত ৯ হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আনসার সদস্যরা ছাত্রলীগের দখল করা রুমগুলো তল্লাশি করেন। এ সময় রুমগুলো থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র ও খালি মদের বোতল পাওয়া যায়।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের রুমগুলো থেকে একে একে বের হয়ে আসতে থাকে রামদা, চাপাতি, চাকু, কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। এ ছাড়া বিপুল পরিমাণ রড, পাইপ, বিদেশি মদের বোতল পাওয়া গেছে। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় রাখা হয়। পরে সেগুলো আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, আমরা হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করি। অভিযান শেষে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সকল অস্ত্র ও মদের বোতল বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় রাখার পর আজ সেগুলো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে। এরপর শহীদ মুখতার ইলাহী হলেও অভিযান চালানো হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট ড. হারুন আল রশীদ বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হল নিরাপদ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন, আনসার ও শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে সন্দেহমূলক রুমগুলোতে অভিযান চালানো হয়। রুমগুলো থেকে দেশীয় অস্ত্র ও মদের বোতল জব্দ করা হয়।