ফেব্রুয়ারি ১৫, ২০২৫

শনিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

বৃষ্টিভেজা দিনে হাঁসের মাংস রাঁধলেন পরীমণি

RisingCumilla.Com - Pori Moni cooked duck meat
ছবি কোলাজ: রাইজিং কুমিল্লা

 ঢালিউড সিনেমার আলোচিত নায়িকা পরী মণি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরব থাকেন। প্রায় সময়ই ছেলে-মেয়ে কিংবা নিজের ছবি, ভিডিও দিয়ে ভক্তদের নজর কাড়েন তিনি।

টানা কয়েক দিনের বৃষ্টিতে কখনও বেলি ফুল কখনও বা দোলনচাঁপা হাতে নিয়ে হাজির হতে দেখা যায় তাকে। কখনও আবার বৃষ্টিতে ভিজে প্রকৃতিও উপভোগ করেন তিনি।

গত ৪ অক্টোবর মধ্যরাতে ভিডিও শেয়ার করে ক্যাপশনে পরীমণি ক্যাপশনে লিখেছেন, ‘আহা সেই স্বাদ বৃষ্টি আর হাঁসের মাংস দারুন জমবে।’

এদিকে রান্নার ভিডিওটি পোস্ট করা মাত্রই নেটিজেনদের মন্তব্যের ঝড় বয়ে যায় চিত্রনায়িকার কমেন্টস বক্সে। একজন লিখেছেন, ‘বৃষ্টি মুখর আবহাওয়া’। আরেক ভক্ত লেখেন, ‘বাহ অসাধারণ সুন্দর পরী। বৃষ্টির দিনের সেরা রান্না।’