জানুয়ারি ৬, ২০২৫

সোমবার ৬ জানুয়ারি, ২০২৫

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নারী টি-টোয়েন্টি

Bangladesh 🆚 South Africa
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা | ফাইল ছবি

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। গতকাল কিম্বার্লিতে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের ইনিংস শুরু করেন শামিমা সুলতানা ও মুরশিদা খাতুন। প্রথম ওভারের শেষ বলে উইকেট হারায় বাংলাদেশ। ৩ রান করে প্যাভিলিয়নে ফিরেন শামিমা।

এরপর ক্রিজে মুরশিদার সঙ্গী হন সোবহানা মোস্তারি। দ্বিতীয় ওভারের দ্বিতীয় ডেলিভারির পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকায় ম্যাচটি আর মাঠে গড়াতে না পারলে খেলা পরিত্যক্ত হয়ে যায়।

খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ দশমিক ২ ওভারে ১ উকেটে ৭ রান।

এই নিয়ে বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি ইতিহাসে এই প্রথম কোন ম্যাচ মাঠে গড়ানোর পর পরিত্যক্ত হলো।

বেনোনিতে গত রোববার অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ নারী দল। আগামীকাল কিম্বার্লিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। টি-টোয়েন্টি শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু’দল।